পুঁজিবাজারে সূচক, লেনদেন বেড়েছে

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার সূচক বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 March 2020, 11:00 AM
Updated : 23 March 2020, 11:00 AM

সোমবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২৪ দশমিক ৫৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৩ হাজার ৯৮৪ দশমিক ৭৫ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে দশমিক ৬২ শতাংশ বেশি।

‘নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবের আতঙ্কের মধ্যে’ চার দিন দরপতনের পর বৃহস্পতিবার সার্কিট ব্রেকারের নিয়মে পরিবর্তন আনায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক এক লাফে ১০ শতাংশের বেশি বেড়েছিল।

তবে সপ্তাহের প্রথম দিন রোববার ডিএসই সূচকে পতন; দিশ শেষে ডিএসইএক্স ১৪ দশমিক ৭৯ পয়েন্ট কমে তিন হাজার ৯৬০ দশমিক ১৭ পয়েন্টে নামে।

এদিকে সোমবার ডিএসইতে ২৫৪ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা রোববার ছিল ১৪৫ কোটি ৮৩ লাখ টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সোমবার প্রধান সূচক সিএএসপিআই ৮৪ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১১ হাজার ২৭২ দশমিক ২৭ পয়েন্টে, যা আগের দিনের তুলনায় দশমিক ৭৫ শতাংশ বেশি।

সোমবার সিএসইতে ৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার লেনদেনের পরিমাণ ছিল ৫ কোটি ৫৫ লাখ টাকা।

এদিন ডিএসইর অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ১৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৯১৮ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩২৩ পয়েন্টে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ৪৭টির ও অপরিবর্তিত রয়েছে ২০৮টি কোম্পানির শেয়ার দর।

সিএসইতে লেনদেন হয়েছে ২০৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত রয়েছে ১৩৮টির দর।