পুঁজিবাজারে লেনদেন শুরু হতে আরও দেরি

দেশের দুই শেয়ারবাজারে লেনদেন শুরুর সময় দুই দফা ‘অনিবার্য কারণে’ পিছিয়ে দেওয়ার ঘোষণা আসার পর তৈরি হয়েছে বিভ্রান্তি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 March 2020, 05:03 AM
Updated : 19 March 2020, 06:04 AM

ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে দেওয়া সর্বশেষ নোটিসে বলা হয়েছে, বৃহস্পতিবার দিনের লেনদেন শুরু হবে বেলা ১টা থেকে। তবে লেনদেন কতক্ষণ চলবে, সে বিষয়ে কিছু বলা হয়নি।

এর আগে সকালে এক নোটিসে বলা হয়েছিল, সকাল সাড়ে ১০টার বদলে লেনদেন শুরু হবে এক ঘণ্টা দেরিতে, বেলা সাড়ে ১১টায়। সেই সময় পেরিয়ে যাওয়ার ওর দুই স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে নতুন নোটিস আসে।

ডিএসইর উপ-মহাব্যবস্থাপক শফিকুর রহমান এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড মার্কেটিং-এর সিনিয়র অফিসার তানিয়া বেগম দুজনেই ‘অনিবার্য’ কারণে লেনদেন বিলম্বিত হওয়ার কথা বলেছেন।

তবে লেনদেন কতক্ষণ চলবে, আগামীতে লেনদেন সূচি কী হবে, সেসব বিষয়ে কোনো তথ্য দুই স্টক এক্সচেঞ্জের কর্মকর্তাদের কাছে পাওয়া যায়নি।    

নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাবে আতঙ্ক আর টানা দরপতনের মধ্যে বুধবার দেশের দুই শেয়ারবাজারে লেনদেনের সময় ১ ঘণ্টা কমিয়ে আনার সিদ্ধান্ত জানানো হয়।

দুই স্টক এক্সচেঞ্জ জানায়, নতুন সূচিতে লেনদেন চলবে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত।

কিন্তু বৃহস্পতিবার সেই সূচিতেও লেনদেন শুরু না করে দেরিতে বাজার শুরু করার দুই দফা নোটিস দেওয়া হয় ওয়েবসাইটে।