পুঁজিবাজারে লেনদের সময় এক ঘণ্টা কমল

নভেল করোনাভাইরাসের ঝুঁকি এড়াতে বাংলাদেশের পুঁজিবাজারে লেনদেনের সময় ১ ঘণ্টা কমানো হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2020, 06:51 PM
Updated : 18 March 2020, 06:51 PM

বুধবার সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই খবর দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার থেকে দুই স্টক এক্সচেঞ্জে সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পুঁজিবাজারে লেনদেন হবে।

আগে লেনদেনে হত সকাল ১০টা ৩০ মিনিট থেকে বেলা ২ টা ৩০ মিনিট পর্যন্ত।    

পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত লেনদেনের এই সময়সূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে।

এছাড়াও দুই স্টক এক্সচেঞ্জের পক্ষ থেকে বিনিয়োগকারীদের মোবাইল ও অনলাইনে লেনদেন করার বিষয়ে উৎসাহিত করা হয়েছে।