১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে লাফার্জহোলসিম

বাংলাদেশের পুঁজিবাজারে সিমেন্ট খাতে তালিকাভুক্ত লাফার্জহোলসিম বাংলাদেশের পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে শেয়ারহোল্ডারদের জন্য।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 March 2020, 08:38 AM
Updated : 5 March 2020, 08:38 AM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বহুজাতিক এ কোম্পানি ৩১ ডিসেম্বর ২০১৯ অর্থবছরের জন্য এই লভ্যাংশ দিচ্ছে।

অর্থাৎ, লাফার্জহোলসিমের ১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারের জন্যে একজন বিনিয়োগকারী ১ টাকা করে পাবেন।

লাফার্জহোলসিমের শেয়ার বুধবার পুঁজিবাজারে লেনদেন হয়েছে ৪৩ টাকার ঘরে। বৃহস্পতিবার দুপুর সোয়া ১টায় শেয়ারের দাম ছিল ৪৩ টাকা ৭৯ পয়সা।

শেয়ারটির রেকর্ড ডেট ১ এপ্রিল ২০২০। কোম্পানির সাধারণ সভা হবে আগামী ৭ মে।

লভ্যাংশ পেতে হলে রেকর্ড ডেটের আগে শেয়ারটি কিনে লেকর্ড ডেটের দিন মালিকানায় থাকতে হবে।

লাফার্জহোলসিম তাদের শেয়ারপ্রতি মুনাফা দেখিয়েছে ১ টাকা ৫০ পয়সা; আর শেয়ারপ্রতি সম্পদ মূল্য ১৩ টাকা ৯৫ পয়সা।

২০০৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ কোম্পানি ২০১৬ সালে ২২২ কোটি ৬৫ লাখ টাকা, ২০১৭ সালে ৮০ কোটি ৫৩ লাখ টাকা এবং ২০১৮ সালে ১১১ কোটি ৪৭ লাখ টানা মুনাফা করেছে।

এর আগে ২০১৬, ২০১৭ ও ২০১৮ সালেও ১০ শতাংশ হারে নগদ লভ্যাংশ দিয়েছিল লাফার্জহোলসিম।

কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১১৬ কোটি ১৩ লাখ ৭৩ হাজার ৫০০টি; পরিশোধিত মূলধন ১১৬ কোটি ১৪ লাখ টাকা।

লাফার্জহোলসিমের ৬৪ দশমিক ৬৮ শতাংশ শেয়ার আছে এর উদ্যোক্তা পরিচালকের হাতে। কোম্পানির হাতে আছে ১৫ কোটি ৮৩ শতাংশ শেয়ার।

এছাড়া বিদেশিদের হাতে ১ শতাংশ শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে ১৮ দশমিক ৪৯ শতাংশ শেয়ার রয়েছে।