দুদিন বেড়েই ফের পতন পুঁজিবাজারে

দুদিন বেড়েই ফের বড় দরপতন হয়েছে বাংলাদেশের পুঁজিবাজাবারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2020, 11:33 AM
Updated : 4 March 2020, 11:33 AM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫৬ দশমিক ৪৫ পয়েন্ট বা ১ দশমিক ২৬ শতাংশ কমে অবস্থান করছে ৪ হাজার ৪০৯ দশমিক ৬২ পয়েন্টে।

৫১০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের অংক ছিল ৬০৯ কোটি ৬ লাখ টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বুধবার প্রধান সূচক সিএএসপিআই ১৭৪ দশমিক ৭৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৪৯১ দশমিক ২৮ পয়েন্টে।

২০ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ২৪ কোটি ৯ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোম ও মঙ্গলবার- দুই দিনে ডিএসইএক্স যতোটা উঠেছিল; বুধবার একদিনেই তা পড়ে গেছে।

টানা সাত কর্মদিবস পতনের পর চলতি সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ডিএসইএক্স ২৫ পয়েন্ট বেড়েছিল। মঙ্গলবার বাড়ে ৩১ পয়েন্ট।

বুধবার এই সূচক ৫৬ পয়েন্টের বেশি কমে গেছে।

বুধবার ডিএসইতে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৪ দশমিক ৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৩ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৫ দশমিক ০৫ কমে অবস্থান করছে ১ হাজার ৪৭০ পয়েন্টে।

লেনদেনে অংশ নিয়েছে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮০টির। কমেছে ২৪৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার দর।

অন্যদিকে সিএসইতে লেনদেন হয়েছে ২৪৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৬১টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।