এনভয় টেক্সটাইলস ৮৭ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যু করবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এনভয় টেক্সটাইলসকে ৮৭ কোটি টাকার প্রেফারেন্স শেয়ার ইস্যুর প্রস্তাব অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2020, 05:46 PM
Updated : 3 March 2020, 05:46 PM

মঙ্গলবার কমিশনের ৭২১তম কমিশন সভায় এ অনুমোদন দেয়া হয়। সংস্থার চেয়ারম্যান এম খায়রুল হোসেন সভায় সভাপতিত্ব করেন।

কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই প্রেফারেন্স শেয়ারটির বৈশিষ্ট্য হচ্ছে নন-কনভার্টেবল, ফুল্লি রিডেম্বল, আনলিস্টেড এবং কিউমুলেটিভ প্রেফারেন্স শেয়ারস। এই প্রেফারেন্স শেয়ার ৫ বছরে পূর্ণ অবসায়ন হবে। যা বিভিন্ন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, ইন্স্যুরেন্স কোম্পানি এবং অন্যান্য যোগ্য বিনিয়োগকারীকে প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে।

এই প্রেফারেন্স শেয়ার ইস্যুর মাধ্যমে অর্থ উত্তোলন করে এনভয় টেক্সটাইলস কোম্পানির সম্প্রসারণ এবং ইতোমধ্যে গৃহীত উচ্চ হারের ঋণ পরিশোধের কাজে ব্যয় করবে।

এই প্রেফারেন্স শেয়ারের প্রতি ইউনিটের অভিহিত মূল্য প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ১ কোটি টাকা এবং যোগ্য বিনিয়োগকারীদের জন্য ৫০ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

এই প্রেফারেন্স শেয়ারের ইস্যু ম্যানেজার হিসাবে এনডিবি ক্যাপিটাল লিমিটেড কাজ করছে।