সাতদিন পরে বাড়ল সূচক

টানা সাত কর্মদিবস পতনের পর এ সপ্তাহের দ্বিতীয় দিন সূচক বেড়েছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2020, 09:37 AM
Updated : 2 March 2020, 09:37 AM

সাতদিনে ৩৫০ পয়েন্ট সূচক হারানো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সোমবার ২৪ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে চার হাজার ৪৩৪ দশমিক ৮১ পয়েন্টে।

এদিন ডিএসইতে ৪১৯ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার লেনদেনের অংক ছিল ৪৫৬ কোটি ১৭ লাখ টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সোমবার প্রধান সূচক সিএএসপিআই ৩৯ দশমিক ৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫৫৯ দশমিক ০৬ পয়েন্টে।

সোমবার সিএসইতে ১৬ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার লেনদেনের পরিমাণ ছিল ১৫ কোটি ৬৯ লাখ টাকা।

সোমবার ডিএসইতে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৩০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৪৭৯ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২২৯টির আর কমেছে ৭৫টির। অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির শেয়ার দর।

অন্যদিকে সিএসইতে লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪১টির, কমেছে ৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দর।