লেনদেন-সূচক কমে সপ্তাহ শুরু

মূল্যসূচক-লেনদেন কমে সপ্তাহ শুরু করেছে বাংলাদেশের পুঁজিবাজার। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Feb 2020, 09:57 AM
Updated : 23 Feb 2020, 09:57 AM

সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ দশমিক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৬৯৮ দশমিক ৮৯ পয়েন্টে।

৬৬৮ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার লেনদেনের অংক ছিল ৭৭০ কোটি ৬০ লাখ টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রোববার প্রধান সূচক সিএএসপিআই ১৪৪ দশমিক ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৮০ দশমিক ১০ পয়েন্টে।

২৩ কোটি ৩২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ২৮ কোটি ৭৭ লাখ টাকা।

রোববার ডিএসইতে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৯১ পয়েন্টে।

লেনদেনে অংশ নিয়েছে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭০টির।কমেছে ২৬৩টির। আর অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানির শেয়ার দর।

রোববার সিএসইতে লেনদেন হয়েছে ২৫৪টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৪৩টির, কমেছে ১৯৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির দর।