সূচক বাড়লেও লেনদেন কমেছে

মূল্যসূচক বাড়লেও লেনদেন কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Feb 2020, 11:25 AM
Updated : 19 Feb 2020, 11:25 AM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৬০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৭৫৮ পয়েন্টে।

লেনদেন হয়েছে ৮৩৭ কোটি ১৫ লাখ টাকার শেয়ার।মঙ্গলবার এই বাজারে লেনদেনের অংক ছিল ১ হজার ২১ কোটি ৩৪ লাখ টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বুধবার প্রধান সূচক সিএএসপিআই ৪৭ দশমিক ৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৫২ দশমিক ১৫ পয়েন্টে।

৮৬ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৬৭ কোটি ৭০ লাখ টাকা।

বুধবার ডিএসইতে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৯৯ পয়েন্টে।

লেনদেনে অংশ নিয়েছে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির।কমেছে ১৮০টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ার দর।

অন্যদিকে সিএসইতে লেনদেন হয়েছে ২৬১টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৭টির, কমেছে ১১১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।