সিঙ্গারের ৭৭% লভ্যাংশ ঘোষণা

বাংলাদেশের পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি সিঙ্গার বাংলাদেশ শেয়ারহোল্ডারদের জন্য ৭৭ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2020, 05:37 PM
Updated : 9 Feb 2020, 05:37 PM
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)ওয়েসাইটে এ তথ্য জানানো হয়েছে।

৩১ ডিসেম্বর ২০১৯ সমাপ্ত বছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।

এর ফলে একজন শেয়ারহোল্ডার প্রতিশেয়ারে ৭ টাকা ৭০ পয়সা করে পাবেন। তবে এই লভ্যাংশ পেতে হলে রেকর্ড ডেট পর্যন্ত শেয়ারের মালিক থাকতে হবে।

রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৯ মার্চ।বার্ষিক সাধারন সভা (এজিএম) ১৩ মে অনুষ্ঠিত হবে।

তবে লভ্যাংশের খবরে দাম কমেছে শেয়ারটির।ডিএসইতে গত বৃহস্পতিবার শেয়ারটির সমাপনী মূল্য ছিল ১৭০ টাকা। রোববার তা ১৬৪ টাকায় লেনদেন শেষ হয়েছে।

২০১৯ সালে শেয়ারটির শেয়ারপ্রতি মুনাফা হয়েছে ১০ টাকা ৩৫ পয়সা।