দরপতনে সপ্তাহ শেষ

দরপতনে সপ্তাহ শেষ করল বাংলাদেশের পুঁজিবাজার। লেনদেনও কমে এসেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Feb 2020, 11:55 AM
Updated : 6 Feb 2020, 12:07 PM

বড় ধসের পর গত সপ্তাহ বেশ ভালো গেলেও এই সপ্তাহ শেষ হল হতাশার মধ্য দিয়ে। শেষের দিনই সূচক পড়েছে।

চলতি সপ্তাহে পাঁচ দিনের লেনদেনে তিন দিন সূচক পড়েছে। বেড়েছে দুই দিন। সবমিলিয়ে এই সপ্তাহে প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৭ পয়েন্টের মতো।

সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার ডিএসইএক্স ১২ দশমিক ৯৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪৫২ দশমিক ৯৬ পয়েন্টে।

৩৭৬ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার লেনদেনের অংক ছিল ৪২০ কোটি ৬০ লাখ টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বৃহস্পতিবার প্রধান সূচক সিএএসপিআই ৩৬ দশমিক ৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫৪২ দশমিক ৫৯ পয়েন্টে।

১৪ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার লেনদেনের পরিমাণ ছিল ১৪ কোটি ১৮ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৯০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫১৩ পয়েন্টে।

লেনদেনে অংশ নিয়েছে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৩টির।কমেছে ১৫১টির। আর অপরিবর্তিত রয়েছে ৬১টি কোম্পানির শেয়ার দর।

অন্যদিকে সিএসইতে লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ১০১টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।