পুঁজিবাজারে দরপতন

দরপতন হয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Feb 2020, 11:33 AM
Updated : 5 Feb 2020, 11:33 AM

মঙ্গলবারের পর বুধবারও দুই বাজারে মূল্যসূচকের পাশপাশি লেনদেন কমেছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

সপ্তাহের চতুর্থ দিন বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৪৬৫ দশমিক ৮৯ পয়েন্টে।

৪২০ কোটি ৬০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের দিন মঙ্গলবার লেনদেনের অংক ছিল ৪৫৩ কোটি ৮৮ লাখ টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বুধবার প্রধান সূচক সিএএসপিআই ৬৩ দশমিক ০৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৫৭৯ দশমিক ৫৪ পয়েন্টে।

১৪ কোটি ১৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ১৮ কোটি ২০ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইএক্স ২৭ দশমিক ৪৭ পয়েন্ট কমেছিল। সিএএসপিআই পড়েছিল ৫৬ দশমিক ১৫ পয়েন্ট।

বুধবার ডিএসইতে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৭ দশমিক ০৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫১৯ পয়েন্টে।

লেনদেনে অংশ নিয়েছে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির।কমেছে ১৮৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৯টি কোম্পানির শেয়ার দর।

অন্যদিকে সিএসইতে লেনদেন হয়েছে ২৩৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৫ টির।কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির দর।