মুনাফা কমেছে বস্ত্র খাতের কোম্পানির

বাংলাদেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের ১২ কোম্পানি তাদের দ্বিতীয় প্রন্তিকের অনিরীক্ষিত মুনাফা প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Jan 2020, 03:24 PM
Updated : 30 Jan 2020, 03:24 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক একচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, ১২টির মধ্যে ৮টি কোম্পানিরই দ্বিতীয় প্রন্তিকের মুনাফা কমেছে।

৩ টি কোম্পানির মুনাফা বেড়েছে এবং একটি কোম্পানির লোকসান কমেছে।

স্কয়ার টেক্সটাইলর

স্কয়ার টেক্সটাইল দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) শেয়ারপ্রতি ৪৩ পয়সা মুনাফা করেছে। যা আগের বছর এই সময়ে ছিল ৪৯ পয়সা।

ছয় মাসে অর্থাৎ জুলাই-ডিসেম্বরে তাদের মুনাফা হয়েছে ৮৪ পয়সা। আগের বছর এই সময়ে ছিল ১ টাকা ১৭ পয়সা।

সিমটেক্স

সিমটেক্স দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি ৪৯ পয়সা মুনাফা করেছে। যা আগের বছর এই সময়ে ছিল ৫৩ পয়সা।

চয় মাসে মুনাফা হয়েছে ৯৫ পয়সা। আগের বছর এই সময়ে ছিল ৯৮ পয়সা।

হামিদ ফেব্রিক্স

হামিদ ফ্যাব্রিক্সের দ্বিতীয় প্রান্তিকে ২৭ পয়সা মুনাফা করেছে। আগের বছর ছিল ৩০ পয়সা।

ছয় মাসে প্রতিষ্ঠানটির মুনাফা হয়েছে ৬০ পয়সা। আগের বছর ছিল ৬৭ পয়সা।

ড্রাগন সোয়েটার

ড্রাগন সোয়েটার অক্টোবর-ডিসেম্বর ৪৫ পয়সা মুনাফা করেছে। আগের বছর ছিল ৬১ পয়সা।

জুলাই-ডিসেম্বরে মুনাফা হয়েছে ৭৬ পয়সা। আগের বছর এই সময়ে ছিল ১ টাকা ২৯ পয়সা।

পেসিফিক ডেনিম

পেসিফিক ডেনিম দ্বিতীয় প্রান্তিকে ২৯ পয়সা মুনাফা করেছে। আগের ছিল ৩৩ পয়সা।

জুলাই-ডিসেম্বরে মুনাফা হয়েছে ৬৪ পয়সা। আগের বছর ছিল ৬৭ পয়সা।

ইস্কয়ার নিট

ইস্কয়ার নিটের দ্বিতীয় প্রান্তিকে ৮৭ পয়সা শেয়ারপ্রতি মুনাফা হয়েছে। আগের বছর এই সময়ে ছিল ১ টাকা ১৬ পয়সা।

জুলাই-ডিসেম্বরে তাদের মুনাফা হয়েছে ১ টাকা ৫৩ পয়সা। আগের বছর ছিল ২ টাকা ৪ পয়সা।

সায়হাম কটন

সায়হাম কটনের অক্টোবর-ডিসেম্বর ১৯ পয়সা মুনাফা হয়েছে। যা আগের বছর এই সময়ে ছিল ৩৩ পয়সা।

ছয় মাসে মুনাফা হয়েছে ৪৫ পয়সা। আগের বছর ছিল ৬৪ পয়সা।

আমান কটন ফাইবার্স

আমান কটনের অক্টোবর-ডিসেম্বর সময়ে ৪৭ পয়সা শেয়ারপ্রতি মুনাফা হয়েছে। যা আগের বছর এই সময়ে ছিল ৬৩ পয়সা।

জুলাই-ডিসেম্বরে তাদের মুনাফা হয়েছে ৯৭ পয়সা। আগের বছর ছিল ১ টাকা ৪৭ পয়সা।

সোনারগাঁও টেক্সটাইল

সোনারগাঁও টেক্সটাইল দ্বিতীয় প্রান্তিকে শেয়ারপ্রতি ২৬ পয়সা মুনাফা করেছে। যা আগের বছর এই সময়ে ছিল ৬২ পয়সা।

জুলাই-ডিসেম্বরে তাদের মুনাফা হয়েছে ৩৩ পয়সা। আগের বছর এই সময়ে ছিল ২৯ পয়সা।

এসকে ট্রিমস

এসকে ট্রিমস দ্বিতীয় প্রান্তিকে অক্টোবর-ডিসেম্বর ৭১ পয়সা শেয়ারপ্রতি মুনাফা করেছে। যা আগের বছর এই সময়ে ছিল ৬১ পয়সা।

ছয় মাসে তাদের মুনাফা হয়েছে ১ টাকা ৩৬ পয়সা। আগের বছর এই সময়ে ছিল ১ টাকা ১৯ পয়সা।

কাট্টালি টেক্সটাইল

কাট্টালি টেক্সটাইলের দ্বিতীয় প্রান্তিকে ৪৯ পয়সা শেয়ারপ্রতি মুনাফা হয়েছে। যা আগের বছর এই সময়ে ছিল ৪৫ পয়সা।

জুলাই-ডিসেম্বরে তাদের মুনাফা হয়েছে ১ টাকা ৫ পয়সা। আগের বছর ছিল ৮৭ পয়সা।

জাহিন টেক্স

জাহিন টেক্স দ্বিতীয় প্রান্তিকে ৪৬ পয়সা লোকসান করেছে। যা আগের বছর এই সময়ে লোকসান ছিল ৬৬ পয়সা।

জুলাই-ডিসেম্বরে তাদের লোকসান হয়েছে ৮৯ পয়সা। আগের বছর লোকসান ছিল ৫১ পয়সা।