স্কয়ার ফার্মার মুনাফা বেড়েছে ১৩ শতাংশ

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Jan 2020, 01:44 PM
Updated : 29 Jan 2020, 07:21 PM

এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) প্রতিষ্ঠানটি ৪ টাকা ১৮ পয়সা মুনাফা করেছে। যা আগের বছরের এই সময়ে ছিল ৩ টাকা ৭০ পয়সা।

শতাংশ হিসাবে এই প্রান্তিকে স্কয়ার ফার্মার মুনাফা বেড়েছে প্রায় ১৩ শতাংশ।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

স্কয়ার ফার্মার আর্থিক বছর শুরু হয় জুলাই মাস থেকে; শেষ হয় জুনে। সে হিসাবে ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি মুনাফা হয়েছে ৮ টাকা ১৬ পয়সা।আগের বছরের একই সময় যা ছিল ৭ টাকা ৪৬ পয়সা।

এই ছয় মাসে স্কয়ার ফার্মার শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৫ টাকা ৮৮ পয়সা। আগের বছর ছিল ৬ টাকা ৮৩ পয়সা।

ছয় মাসে শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ৮৪ টাকা ১২ পয়সা। আগের বছরে এই সময়ে ছিল ৮০ টাক ৪০ পয়সা।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে স্কয়ার ফার্মার সমাপনী দর ছিল ১৯৭ টাকা ৪০ পয়সা।