লেনদেন-সূচক বেড়েছে পুঁজিবাজারে

মূল্যসূচকের পাশাপাশি লেনদেনও বেড়েছে পুঁজিবাজারে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 Jan 2020, 11:18 AM
Updated : 28 Jan 2020, 11:18 AM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৭ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫১০ দশমিক ৭৭ পয়েন্টে।

লেনদেন হয়েছে ৪৬৭ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার।সোমবার লেনদেনের অংক ছিল ৪০৪ কোটি ৫৮ লাখ টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই মঙ্গলবার ৫৯ দশমিক ১৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭১৫ দশমিক ৬০ পয়েন্টে।

১৬ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার এই বাজারে ১২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

মঙ্গলবার ডিএসইতে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৪৩ পয়েন্টে।

ডিএসইতে মঙ্গলবার লেনদেনে অংশ নিয়েছে ৩৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৮১টির।কমেছে ১০৭টির।আর অপরিবর্তিত রয়েছে ৬৭টির শেয়ার দর।

সিএসইতে লেনদেন হয়েছে ২৩৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৪ টির।কমেছে ৮১টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।