ডিএসইতে মুজিববর্ষের ক্ষণগণনা উদযাপন

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনার উদযাপন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Jan 2020, 06:09 PM
Updated : 27 Jan 2020, 06:09 PM

সোমবার রাজধানীর মতিঝিলে ডিএসই ভবনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উদযাপন করা হয়।

অনুষ্ঠানে ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেম, ডিএসই’র বর্তমান পরিচালক ও সাবেক সভাপতি রকিবুর রহমান, পরিচালক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, মনোয়ারা হাকিম আলী, বিগ্রেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান এবং মিনহাজ মান্নান ইমন বক্তব্য রাখেন।

রকিবুর রহমান বলেন, “বাংলাদেশে যে যেই রাজনীতিই করুক না কেন বঙ্গবন্ধুর অবদানকে কেউ অস্বীকার করতে পারবে না। তিনি সব কিছুর উর্দ্ধে।একটি দেশ, একটি পতাকা তিনি আমাদের দিয়ে গেছেন।

“আমার এখনও মনে আছে, স্বাধিনতার আগে এই স্টক এক্সচেঞ্জের সামনে দিয়ে আমরা যেতাম। সব দিকে মাড়োয়ারি সব দিকে উর্দু ছিল। বঙ্গবন্ধুর কারণে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি। আমি রকিবুর রহমান কি ডিএসই’র প্রেসিডেন্ট-পরিচালক হতে পারতাম। কে আমাকে চিনতো?”

ডিএসই’র পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান বলেন, ১০ জানুয়ারি জাতির জনকের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে মাননীয় প্রধানমন্ত্রী মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।

“আমাদের আজকের আয়োজনের কারন হচ্ছে জাতীয় গণনার সাথে ডিএসই’র একাত্ম হওয়া।”

ঢাকা স্টক এক্সচেঞ্জ নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘মুজিববর্ষ’ পালন করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।