সূচক বাড়লেও লেনদেন কমেছে

মূল্যসূচক বাড়লেও লেনদেন কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 26 Jan 2020, 11:31 AM
Updated : 26 Jan 2020, 11:31 AM

সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৪ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫২৮ দশমিক ২০ পয়েন্টে।

৪৭৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার লেনদেনের অংক ছিল ৫১৪ কোটি ৩৯ লাখ টাকা।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) রোববার প্রধান সূচক সিএএসপিআই ৪৮ দশমিক ৩৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭৯২ দশমিক ৭৪ পয়েন্টে।

১৬ কোটি ২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ১৬ কোটি ৮১ লাখ টাকা।

রোববার ডিএসইতে অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ৪৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৪৫ পয়েন্টে।

লেনদেনে অংশ নিয়েছে ৩৫৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫০টির।কমেছে ১৫৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানির শেয়ার দর।

রোববার সিএসইতে লেনদেন হয়েছে ২৬৫টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০৩টির, কমেছে ৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ২৫টির দর।