নতুন এমডি পেল ডিএসই-সিএসই

বাংলাদেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) নতুন ব্যবস্থাপনা পরিচালক পেয়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2020, 12:54 PM
Updated : 22 Jan 2020, 12:54 PM

সরকারি বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) সাবেক এমডি কাজী ছানাউল হককে ডিএসই’র এমডি করা হয়েছে। আর স্ট্যান্ডার্ড ব্যাংকের সাবেক এমডি মামুন-উর-রশিদ হয়েছেন সিএসই’র এমডি।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-বিএসইসি এই দুজনকে এমডি করার যে প্রস্তাব দুই স্টক এক্সচঞ্জ করেছিল তা অনুমোদন দিয়েছে।

বুধবার কমিশনের নিয়মিত সভায় এ অনুমোদন দেওয়া হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিএসই ও সিএসই সম্প্রতি তাদের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে এই দুজনের নাম প্রস্তাব করে বিএসইসিতে পাঠায়।

তার আগে নিয়ম অনুযায়ী দুই স্টক এক্সচেঞ্জর পরিচালনা পর্ষদের সভায় এই দুজনকে ব্যবস্থাপনা পরিচালক করার সিদ্ধান্ত নেওয়া হয়।