ডিবিএ’র সভাপতি হলেন শরীফ আনোয়ার

ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্রোকারদের সংগঠন ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি হয়েছেন শরীফ আনোয়ার হোসাইন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2020, 01:23 PM
Updated : 21 Jan 2020, 01:23 PM

জ্যেষ্ঠ সহ-সভাপতি হয়েছেন রিচার্ড ডি রোজারিও। সহ-সভাপতি হয়েছেন মোহাম্মদ আলী।

মঙ্গলবার অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শরীফ আনোয়ার ব্রোকারেজ হাউজ শহিদুল্লাহ সিকিউরিটিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

শাকিল রিজভী ডিবিএ’র সভাপতির দায়িত্ব পালন করছিলেন। গত ২৯ ডিসেম্বর বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন পরিচালক নির্বাচিত হন তিনি।

বা থেকে শরীফ আনোয়ার হোসাইন, রিচার্ড ডি রোজারিও ও মোহাম্মদ আলী।

নিয়ম অনুযায়ী, এক ব্যাক্তি ডিএসই’র পরিচালক এবং ডিবিএ সভাপতির দায়িত্ব পালন করতে পারেন না।

সে কারণে গত শনিবার ডিবিএ’র সভাপতির পদ থেকে শাকিল রিজভী পদত্যাগ করেন।

মঙ্গলবার ডিবিএ’র ৬৬তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে শাকিল রিজভীর পদত্যাগ পত্র গ্রহন করা হয়। একইসঙ্গে জ্যেষ্ঠ সহ-সভাপতি শরীফ আনোয়ার হোসাইনকে সভাপতি নির্বাচন করা হয়।

সভায় রিচার্ড ডি রোজারিও কে জ্যেষ্ঠ সহ-সভাপতি এবং মোহাম্মদ আলীকে সহ-সভাপতি নির্বাচন করা হয়।