ফের সূচকের পতন পুঁজিবাজারে

টানা চারদিন বাড়ার পর আবার সূচক কমেছে দেশের পুঁজিবাজারে।

জ্যেষ্ঠ প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Jan 2020, 10:01 AM
Updated : 21 Jan 2020, 10:07 AM

মঙ্গলবার দিনের লেনদেন শেষে প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনও কমেছে।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৫৮ শতাংশ বা ২৬ পয়েন্ট কমে ৪ হাজার ৪০৮ পয়েন্টে নেমেছে; সিএসইর মূল সূচক সিএএসপিআই দশমিক ৪১ শতাংশ কমে নেমেছে ১৩৪২৪ পয়েন্টে।

বড় ধসের পর গত সপ্তাহের বুধবার থেকে বাজারে ইতিবাচক ধারা ছিল। বাজার ভাল করতে বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নানা নির্দেশনার পর রোববার সাত বছরের মধ্যে সর্বোচ্চ উত্থান হয় ডিএসইএক্স সূচকের, বাড়ে লেনদেনও।

টানা পতনের ধারায় থাকা দেশের ডিএসইতে এর আগে চারদিনে ৪০০ পয়েন্ট সূচক বাড়ে।

মঙ্গলবার ডিএসইতে আগের দিনের চেয়ে ৮৮ কোটি টাকা লেনদেন কমে হয়েছে ৪০৬ কোটি টাকা, সিএসইতে ৬০ কোটি টাকা কমে মাত্র ১৩ কোটি টাকা লেনদেন হয়েছে।

সূচক পতনে ঢাকার বাজারে দর হারিয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড। ডিএসইতে লেনদেন হওয়া ৩৫৬টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দাম বেড়েছে ৭৯টির, কমেছে ২৩৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির দর।

ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল- লাফার্জ হোলসিম, স্কয়ারফার্মা, গ্রামীণফোন, কেপিসিএল ও এসএস স্টিল।

দর বৃদ্ধির শীর্ষে ছিল- আইসিবি, সি পার্ল, প্রিমিয়ার সিমেন্ট, কর্নফুলি ও গ্রিনডেল্টা।

দর হারানোর শীর্ষে ছিল- সিলকো ফার্মা, জিলবাংলা, ফ্যাস ফাইন্যান্স, নর্দার্ন ও এআইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড।