লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

লেনদেন বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Jan 2020, 11:13 AM
Updated : 2 Jan 2020, 11:13 AM

নতুন বছরের প্রথম দিন এবং সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৮৭ কোটি টাকা লেনদেন হয়েছে। যা বুধবারের চেয়ে ৯০ কোটি ১৩ লাখ টাকা বেশিG

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ১২ কোটি ৮৪ লাখ টাকা লেনদেন হয়েছে। বুধবার লেনদেনের অংক ছিল ৯ কোটি ৫৩ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৫৯ দশমিক ২৯ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ৪ দশমিক ৩৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৫০৬ পয়েন্টে।

৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ১৩৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৫৪৪ দশমিক ৬৪ পয়েন্টে।

২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ৮৯টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টির দর।