এডিএন টেলিকমের লেনদেন সোমবার থেকে

পুঁজিবাজারে তালিকাভুক্ত তথ্য প্রযুক্তি খাতের প্রতিষ্ঠান এডিএন টেলিকমের লেনদেন ৬ জানুয়ারি সোমবার থেকে শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 Jan 2020, 04:07 PM
Updated : 1 Jan 2020, 04:09 PM

ঢাকা ও চট্টগ্রাম দুই বাজারেই একইসঙ্গে লেনদেন শুরু হবে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালের ৬ জানুয়ারি থেকে শেয়ারটি ‘এন’ ক্যাটাগরিতে লেনদেন হবে।

শেয়ারটির ট্রেডিং কোড হবে ‘ADNTEL’ এবং কোম্পানি কোড হবে ‘22651’

গত ১৯ ডিসেম্বর লটারিতে পাওয়া শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।

২৮ নভেম্বর লটারি হয়। ৪ থেকে ১১ নভেম্বর আইপিওর আবেদন গ্রহন করা হয়।

আইপিওর মাধ্যমে ৫৭ কোটি টাকা মূলধন সংগ্রহ করে প্রতিষ্ঠানটি।

যোগ্য বিনিয়োগকারীরা ৩০ টাকা দরে ১৮ লাখ ৭৫ হাজার শেয়ার এবং সাধারণ বিনিয়োগকারীরা ১০ শতাংশ কমে ২৭ টাকায় ৭৯ লাখ ১৬ হাজার ৬৬৬ শেয়ার কিনেছে।

বাজার থেকে তোলা অর্থ ভৌত কাঠামো উন্নয়ন, ডাটা সেন্টার স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় করবে প্রতিষ্ঠানটি।

২০১৮ সালের ৩০ জুন সমাপ্ত বছরের আর্থিক বিবরণ অনুযায়ী, এডিএনের শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য রয়েছে ১৮ টাকা ৮০ পয়সা, শেয়ারপ্রতি আয় রয়েছে দুই টাকা ৬৭ পয়সা।