ডিএসই’র পরিচালক হলেন রিজভী ও শাহজাহান

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন পরিচালক নির্বাচিত হয়েছেন শাকিল রিজভী ও মোহাম্মদ শাহজাহান।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2019, 12:32 PM
Updated : 29 Dec 2019, 12:57 PM

রোববার অনুষ্ঠিত নির্বাচনে তারা পরিচালক নির্বাচিত হয়েছেন বলে ডিএসইর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

১৩ জন পারিচালক নিয়ে ডিএসই’র পরিচালনা পর্ষদ গঠিত। এর মধ্যে ৫ জন থাকেন শেয়ার হোল্ডারে পরিচালক।

এই ৫ জনের মধ্যে দুটি পদ খালি হয়েছিল। সেই দুই পদে নির্বাচন হয় রোববার।

রাজধানীর মতিঝিলে ডিএসই অফিসে অনুষ্ঠিত নির্বাচনে এই দুই পদের তিন জন প্রতিদ্বন্ধিতা করেন।

নির্বাচনে মোহাম্মদ শাহজাহান ১৪৯ জনের ৮৬ কোটি ৪২ লাখ ৮০ হাজার ৮৩১ এবং শাকিল রিজভী ১৩৩ জনের ৮২ কোটি ৯ লাখ ৬৮ হাজার ৯৬০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

আরেক প্রতিদ্বন্দ্বী মোহাম্মদ শামীম আফজাল ৫৬ জনের ১৫ কোটি ৮৭ লাখ ৫৩ হাজার ৫৫১ ভোট পেয়েছেন৷

ডিএসইর পরিচালনা পর্ষদ থেকে দুজন সদস্য-শরীফ আতাউর রহমান এবং হানিফ ভুইয়া অবসর গ্রহণ করেন৷

সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ চলে৷

২৫৯ জন ভোটারের মোট ভোট সংখ্যা ছিল ১১৫ কোটি ২২ লাখ ৫২ হাজার ৩৩১৷ মোট ১৭৮ জন ভোটার পরিচালক নির্বাচনে ভোট প্রদান করেন৷

এর মধ্যে ৮ জন ভোটারের ভোট বাতিল হয়৷

ভোট গণনা শেষে সন্ধ্যায় ডিএসই’র নির্বাচন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মোঃ আবদুস সামাদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন৷

এ সময় নির্বাচন কমিশনের সদস্য হারুন উর রশিদ এবং মনজুর উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন ৷

শাকিল রিজভী

১৯৯৩ সালের ৪ নভেম্বর শাকিল রিজভী ডিএসই’র সদস্যপদ লাভ করেন৷

তিনি দীর্ঘ ৩৩ বছরেরও বেশী সময় ধরে পুঁজিবাজারের সঙ্গে জড়িত।

শাকিল রিজভী।

শাকিল রিজভী পুঁজিবাজারের ক্রান্তিকাল ২০১০ সালে ডিএসই’র সভাপতির দায়িত্ব গ্রহন করেন।

ঐ সময় পুঁজিবাজারের উন্নয়নে তিনি উল্লেখযোগ্য ভুমিকা রাখেন। এরপর ২০১১ সালে তিনি দ্বিতীয় বারের মতো ডিএসই’র সভাপতি নির্বাচিত হন।

তার আগে ২০০৯ সালে রিজভী ডিএসই’র ভাইস প্রেসিডেন্ট এবং ২০০৪ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত ডিএসই’র পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন৷

এ ছাড়া তিনি ২০০২ ও ২০০৩ সালে ডিএসই’র মেম্বারস ক্লাবের সভাপতি দায়িত্ব পালন করেন৷

শাকিল রিজভী স্টক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তিনি।

মোহাম্মদ শাহজাহান

মোহাম্মদ শাহজাহান পুঁজিবাজারের একজন পরিচিত ব্যক্তিত্ব৷ যার রয়েছে পুঁজিবাজারসহ টেক্সটাইল খাতের অভিঞ্জতা৷

১৯৭৫ সালে তার মালিকাধীন মোঃ শাহজাহান এন্ড কোম্পানি ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য পদ লাভ করে৷ যা পরবর্তীতে ২০০৬ সালে ঢাকা স্টক এক্সচেঞ্জের কর্পোরেট সদস্যপদ জাহান সিকিউরিটিজ লিমিটেড নামে আত্মপ্রকাশ করে৷

বর্তমান তিনি এই ব্রোকারেজ হাউজের ব্যবস্থাপনা পরিচালক৷

শাহজাহান ২০০৪ সালের  থেকে ২০০৭ মার্চ সাল পর্যন্ত ডিএসই’র পরিচালক হিসাবে দায়িত্ব পালন করেন৷

২০১০ সালেও তিনি ডিএসই’র পরিচালক নির্বাচিত হন৷   

শাহজাহান পাট রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ জুট এক্সপোর্টার এসোসিয়েশনের চেয়ারম্যান৷