সূচক বাড়লেও লেনদেন কম

মূল্যসূচক বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। তবে লেনদেনে গতি নেই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Dec 2019, 09:11 AM
Updated : 29 Dec 2019, 09:11 AM

সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ দশমিক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৪৩৩ দশমিক ৯৪ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৩ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৪৮৭ দশমিক ৫৩ পয়েন্টে।

রোববার ঢাকায় ৩০০ কোটি ৭৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহের শেষ বৃহস্পতিবার এই বাজারে ৩০৫ কোটি ০৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

সিএসইতে ২০ কোটি ১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেনের অংক ছিল ৩৯ কোটি ৭৭ লাখ টাকা।

রোববার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১৬৩টির, কমেছে ১২৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৫টি কোম্পানির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৫ দশমিক ১০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৩৩ দশমিক ৯৪ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক  ১৮ পয়েন্ট  বেড়ে  অবস্থান করছে ৯৯৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৩ দশমিক ৩৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫১২ পয়েন্টে।

সিএসইতে রোববার লেনদেন হয়েছে ২৩২টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ৮৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।