পুঁজিবাজারে আসতে প্রসপেক্টাস জমা দিল মিরা অ্যাগ্রো

ঢাকার পুঁজিবাজারে তালিকাভুক্ত হওয়ার জন্য আবেদন করেছে স্বল্প মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান মিরা অ্যাগ্রো ইনপুটস।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Dec 2019, 04:30 PM
Updated : 24 Dec 2019, 04:30 PM

মঙ্গলবার ডিএসই এসএমই প্লাটফর্মে তালিকাভুক্তির জন্য আবেদন করেছে প্রতিষ্ঠানটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ডিএসই।

বড় কোম্পানির পাশাপাশি ছোট মূলধনসম্পন্ন কোম্পানিকে পুঁজিবাজারে আনতে সরকার যে উদ্যোগ নিয়েছে তাতে সাড়া দিয়ে   প্রথম কোম্পানি হিসেবে প্রসপেক্টাস জমা দিয়েছে মিরা অ্যাগ্রো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসএমই প্লাটফর্ম তৈরির পর স্বল্প মূলধনী প্রথম কোম্পানি হিসেবে এই আবেদন করল মিরা অ্যাগ্রো ইনপুটস।

মিরা অ্যাগ্রোর কাছ থেকে প্রসপেক্টাস গ্রহণ করেন এসএমই ডিপার্টমেন্টের প্রধান সৈয়দ ফয়সাল আবদুল্লাহ৷

মিরা এগ্রো ইনপুটস লিমিটেড ২০১৬ সালের ১০ জানুয়ারি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে যাত্রা শুরু করে।

পরবর্তীতে ২০১৯ সালের ২ ফেব্রুয়ারি এটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করে৷

কৃষি পণ্য উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ, মিরা অ্যাগ্রোর  প্রধান ব্যবসায়িক কার্যক্রম৷

অনুষ্ঠানে ডিএসইর চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেম বলেন, “পণ্যের বৈচিত্রতা আনতে আজ থেকে পুঁজিবাজারে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হলো৷”

তিনি আশা প্রকাশ করেন, এসএমই খাতের প্রথম কোম্পানি হিসেবে মূলধন উত্তোলন করে মিরা অ্যাগ্রো ব্যবসার প্রসার ঘটিয়ে বিনিয়োগকারীদের লাভবান করবে এবং দেশের অথনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে৷

ডিএসই’র পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, ঢাকা স্টক এক্সচেঞ্জে একটা কোম্পানি এসএমই প্ল্যাটফর্মে লিস্টেট হওয়ার প্রারম্ভিক এই প্রক্রিয়ায় শুরু হওয়াটা গর্বের দিন। এই পথ ধরেই আরও অনেক কোম্পানি পুঁজিবাজারে আসবে।

জমা দেওয়া প্রসপেক্টাস যাচাই বাছাই করে তাদের তালিকাভুক্তির সিদ্ধান্ত নেবে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসি।

বিএসইসি অনুমোদন দিলে ডিএসইস’র অনুমোদনের পর তা লেনদেন শুরু হবে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্রমবর্ধমান অর্থনীতির চালিকাশক্তি হিসেবে এসএমই খাতের গুরুত্ব অপরিসীম। এই গুরুত্বকে অনুধাবন করে ঢাকা স্টক এক্সচেঞ্জ এসএমই খাতের উন্নয়নের জন্য ‘ডিএসই এসএমই প্লাটফর্ম’ তৈরি করেছে।

“এর মাধ্যমে স্বল্প মূলধনী ব্যবসা প্রতিষ্ঠান ডিএসইতে তালিকাভুক্তির মাধ্যমে প্রয়োজনীয় মূলধন সংগ্রহের যেমন সুযোগ পাবে; তেমনি দেশের অর্থনীতি তথা পুঁজিবাজার আরও গতিশীল হবে৷”

চলতি বছরের ৩০ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসই এসএমই প্ল্যাটফর্মের আনুষ্ঠানিক উদ্বোধন করে।

প্রসপেক্টাস জমা দেওয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে ডিএসইর পরিচালক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, অধ্যাপক মাসুদুর রহমান, ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মোস্তাফিজুর রহমান, ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক আবদুল মতিন পাটওয়ারী, মিরা অ্যাগ্রোর  ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ এ এ মামুন উপস্থিত ছিলেন।