বাংলালিংককে মোবাইল সরবরাহ করবে জেনেক্স

বাংলালিংককে মোবাইল হ্যান্ডসেট সরবরাহ করবে জেনেক্স ইনফোসিস লিমিটেড।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 23 Dec 2019, 02:14 PM
Updated : 23 Dec 2019, 02:24 PM

পুঁজিবাজারে  তালিকাভুক্ত এই প্রতিষ্ঠানটি মোবাইল ফোন অপারেটর বাংলালিংকের চাহিদা অনুযায়ী বাজার থেকে বিভিন্ন ধরনের হ্যান্ডসেট কিনে তাদের সরবরাহ করবে।

আর এতে জেনেক্স ইনফোসিসের বছরে ১২ কোটি টাকা বেশি আয় হবে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ওয়েবসাইটে বলা হয়েছে জেনেক্স ইনফোসিস বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনের সঙ্গেএকটি চুক্তি করেছে ।  

এই চুক্তির আওতায় জেনেক্স ইনফোসিস বাংলালিংকে বিভিন্ন ধরনের মোবাইল হ্যান্ডসেট এবং ইলেকট্রনিক ডিভাইস সরবরাহ করবে।

এ বিষয়ে জেনেক্স ইনফোসিসের কোম্পানি সচিব জুয়েল রাশেদ সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,“ জানুয়ারী থেকে এই চুক্তির আওতায় সরবরাহ শুরু করব আমরা।  প্রাথমিক ভাবে ৩ বছরের জন্য এই চুক্তি হয়েছে। পরে চুক্তির মেয়াদ আরও বাড়বে।”

“এই ব্যবসায় বছরে আমাদের আরও ১২ কোটি টাকা আয় বাড়বে।”

নাম প্রকাশ না করার শর্তে বাংলালিংকের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমেকে বলেন, “আমাদের  বিক্রয় কেন্দ্রগুলোতে  বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল বিক্রি হয়। আগে আমরা সরাসরি এগুলো কিনতাম। এখন জেনেক্স এক্ষেত্রে পার্টনার হিসেবে কাজ করবে।”

১০ টাকা অভিহিত মূল্যের জেনেক্সের শেয়ার সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে ৬৭ টাকা ১০ পয়সায় লেনদেন শেষ হয়েছে।