লেনদেন-সূচক কমে সপ্তাহ শুরু

লেনদেন-মূল্যসূচক কমে সপ্তাহ শুরু করেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Dec 2019, 12:01 PM
Updated : 15 Dec 2019, 12:01 PM

সপ্তাহের প্রথম দিন রোববার প্রথান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৬ পয়েন্ট কমে নেমে এসেছে ৪ হাজার ৪৯৮ দশমিক ৪৯ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৫৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৬৭৪ দশমিক ৪৬ পয়েন্টে।

রোববার ৩০৬ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ৩৪৯ কোটি ৫৯ লাখ টাকা।

অন্য দিকে সিএসইতে রোববার ১৯ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বৃহস্পতিবার লেনদেনের অংক ছিল ২৬ কোটি ৪৮ লাখ টাকা।

রোববার ঢাকায় ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১০০টির, কমেছে ২০১টির। আর অপরিবর্তিত রয়েছে ৫১টি কোম্পানির দর।

ডিএসই’র অন্য দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৫৪ পয়েন্ট  কমে  অবস্থান করছে এক হাজার ১৫ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ দশমিক ৫০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৫৩৮ দশমিক ৬২ পয়েন্টে।

সিএসইতে লেনদেন হয়েছে ২১৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে১২৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টির দর।