লেনদেন বেড়ে সপ্তাহ শেষ

মূল্যসূচক প্রায় আগের দিনের জায়জায় থাকলেও লেনদেন বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Dec 2019, 11:53 AM
Updated : 12 Dec 2019, 11:53 AM

সপ্তাহের চতুর্থ দিন বৃহস্পতিবার প্রথান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৫১৪ দশমিক ৪৫ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৩ দশমিক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৭৩৩ দশমিক ১৬ পয়েন্টে।

বৃহস্পতিবার ঢাকায় ৩৪৯ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার এই বাজারে ২৯৪ কোটি ২১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

অন্য দিকে সিএসইতে ২৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার লেনদেনের অংক ছিল ২৩ কোটি ৭১ লাখ টাকা।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১৬৯টির, কমেছে ১২৬ টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২ দশমিক ০৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৫১৪ দশমিক ৪৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ  দশমিক ৮৭ পয়েন্ট  কমে  অবস্থান করছে এক হাজার ১৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৪ দশমিক ০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৫৪৮ পয়েন্টে।

সিএসইতে লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ৯০টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দর।