ফের দরপতনের ধারায় পুঁজিবাজার‌

ফের ধরপতনের ধারায় ফিরছে বাংলাদেশের দুই পুঁজিবাজার। মূল্যসূচকের পাশপাশি লেনদেনও কমছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 Dec 2019, 11:41 AM
Updated : 3 Dec 2019, 11:41 AM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৭ দশমিক ২৪ পয়েন্ট কমেছে। আগের দিন সোমবার পড়েছিল ২৪ দশমিক ২১ পয়েন্ট।

দুই দিনে ডিএসই’র এই সূচক হারিয়েছে ৬১ পয়েন্টের বেশি।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেরও (সিএসই) একই অবস্থা। মঙ্গলবার এই বাজারে প্রধান সূচক সিএএসপিআই ১০৭ দশমিক ২৭ পয়েন্ট কমেছে। সোমবার পড়েছিল ৪৮ দশমিক ১১ পয়েন্ট।

মঙ্গলবার ঢাকায় ৪১২ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার লেনদেনের অংক ছিল ৪৮২ কোটি ৪৭ লাখ টাকা।

গত সপ্তাহ দুই বাজারেই কিছুটা ইতিবাচক ধারা লক্ষ্য করা গিয়েছিল। লেনদেনের গতি ফিরে এসেছিল। সূচকও অল্প অল্প করে বাড়ছিল।

কিন্তু চলতি সপ্তাহের প্রথম দিন রোববার সূচক সামান্য বাড়লেও লেনদেন আবার সেই আগের অবস্থায় ফিরে এসেছে।

গত সপ্তাহের বুধবার ডিএসইতে ৫৬৪ কোটি ২২ লাখ টাকার শেয়ার হাতবদল হয়। তার আগের দিন মঙ্গলবার লেনদেন হয় ৫৬০ কোটি টাকা।

তার ধারাবাহিকতায় চলতি সপ্তাহও ‘স্বস্তির’ মধ্য দিয়েই শুরু হয়েছিল। প্রথম দিন রোববার ঢাকায় ৫২১ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়।পরের দুই দিন পাঁচশ’ কোটি টাকার নিচে নেমে এসেছে।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৯৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৭ দশমিক ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯৭ দশমিক ৩৫ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৭ দশমিক ০৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৬০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ দশমিক ৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬১৭ পয়েন্টে।

অন্যদিকে সিএসই’র প্রধান সূচক সিএএসপিআই ১০৭ দশমিক ২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩০৫ দশমিক ৩১ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২২ কোটি টাকার শেয়ার।সোমবার লেনদেনের অংক ছিল ১৯ কোটি ২৯ লাখ টাকা।

লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।