‘মুজিববর্ষ’ পালনে ডিএসই’র কমিটি

২০২০ সালে পূর্ণ হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2019, 06:04 PM
Updated : 18 Dec 2019, 02:19 PM

বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষ্যে আগামী ২০২০-২১ সালকে ‘মুজিববর্ষ’ হিসেবে পালনের ঘোষণা দিয়েছে সরকার।

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা এক্সচেঞ্জ (ডিএসই) নানা কর্মসূচির মধ্য দিয়ে ‘মুজিববর্ষ’ পালন করবে। আর এজন্য দশ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

সোমবার ডিএসই’র পরিচালনা পর্ষদের সভায় এই কমিটি গঠন করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডিএসই’র চেয়ারম্যান অধ্যাপক আবুল হাশেমকে কমিটির আহবায়ক করা হয়েছে। কো-আহবায়ক হয়েছেন ডিএসই’র পরিচালক রকিবুর রহমান।

সদস্যরা হলেন,- ডিএসই’র পরিচালক বিচারপতি ছিদ্দিকুর রহমান মিয়া, মনোয়ারা হাকিম আলী, অধ্যাপক এম কায়কোবাদ, মাসুদুর রহমান, বিগ্রেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান, হানিফ ভূইয়া, মিনহাজ মান্নান ইমন এবং ব্যবস্থাপনা পরিচালক (ইনচার্জ) আবদুল মতিন পাটওয়ারী।

ডিএসইর লভ্যাংশ ঘোষণা

পরিচালনা পর্ষদের সভায় শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত আর্থিক বছরের জন্য এই লভ্যাংশ দেওয়ার প্রস্তাব করা হয়েছে।

৩০ ডিসেম্বর, ২০১৯ তারিখ ডিএসই’র ৫৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে এ লভ্যাংশ বিতরণ করা হবে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।