লেনদেন-সূচক বেড়েছে পুঁজিবাজারে

লেনদেন-সূচক বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 25 Nov 2019, 12:25 PM
Updated : 25 Nov 2019, 12:25 PM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৫ দশমিক ২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৯৩ দশমিক ৬২ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৩ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২৫৬ দশমিক ৪২ পয়েন্টে।

সোমবার ঢাকায় ৪৪৪ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার এই বাজারে লেনদেনের অংক ছিল ৩৭৭ কোটি ১৯ লাখ টাকা।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৩টির, কমেছে ১২৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৮টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৫ দশমিক ২০ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৬৯৩ দশমিক ৬২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক দশমিক ৮১ পয়ন্টে বেড়ে  অবস্থান করছে এক হাজার ৭৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ২ দশমিক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৩৫ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে ১৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।  রোববার লেনদেনের অংক ছিল ১৩ কোটি ৬৯ লাখ টাকা।

লেনদেন হয়েছে ২৩০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ৮০টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টির দর।