লেনদেন-সূচক বেড়ে সপ্তাহ শেষ

লেনদেন-সূচক বেড়ে সপ্তাহ শেষ করেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Nov 2019, 11:20 AM
Updated : 21 Nov 2019, 11:20 AM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ১৫ পয়েন্ট কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৯ পয়েন্টের বেশি।

ঢাকায় ৪২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৪০৬ কোটি ৩৪ লাখ টাকা।

সিএসইতে ১৫ কোটি ২৯ লাখার শেয়ার হাবদল হয়েছে। বুধবার লেনদেনের অংক ছিল প্রায় একই ১৫ কোটি ৬১ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৪টির, কমেছে ১২৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৮টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক দশমিক ১৪ দশমিক ৭৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৬ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮১ দশমিক ৭৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৫ দশমিক ৩২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৫০ দশমিক ৬৩ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৯ দশমিক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ২৭২ দশমিক ১৩ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১১৫টির, কমেছে ৮৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।