লেনদেন বাড়লেও সূচক কমেছে

লেনদেন বাড়লেও মূল্যসূচক কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Nov 2019, 11:19 AM
Updated : 20 Nov 2019, 11:19 AM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩০ দশমিক ৪৩ পয়েন্ট কমেছে।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৭১ দশমিক ৩৭ পয়েন্ট। 4063.461

তবে দুই বাজারেই লেনদেন বেড়েছে। ঢাকায় ৪০৬ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৩৮০ কোটি ৮৩ লাখ টাকা।

সিএসইতে ১৫ কোটি ৬১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। মঙ্গলবার লেনদেনের অংক ছিল ১৪ কোটি ৯২ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩২টির, কমেছে ১৬১টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৭টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক দশমিক ৩০ দশমিক ৪৩ পয়েন্ট কমে ৪ হাজার ৬৯১ দশমিক ৯৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৫ দশমিক ৪৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৪৫ দশমিক ৩০ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৭১ দশমিক ৩৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ২৬৩ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১১১টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।