লেনদেন কমেছে পুঁজিবাজারে

লেনদেন কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 Nov 2019, 10:10 AM
Updated : 19 Nov 2019, 10:10 AM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার দুই বাজারেই মূল্যসূচক প্রায় অপরিবর্তিত থাকলেও লেনদেন কমেছে।

প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স দশমিক ৩৫ পয়েন্ট  বেড়ে হয়েছে ৪ হাজার ৭২২ দশমিক ৩৭ পয়েন্টে।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়ে ৯ দশমিক ১৮ পয়েন্ট।

মঙ্গলবার ঢাকায় ৩৮০ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সোমবার এই বাজারে ৪০৯ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

মঙ্গলবার সিএসইতে ১৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার লেনদেনের অংক ছিল ২২ কোটি ৮৭ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৩৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৭৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭২২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ৬৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ দশমিক ০৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৬১ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৩৪ দশমিক ৩৭ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৩টির, কমেছে ১২৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।