লেনদেন বেড়েছে পুঁজিবাজারে

লেনদেন বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 Nov 2019, 10:57 AM
Updated : 18 Nov 2019, 11:02 AM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার প্রধান বাজার ঢাকায় মূল্যসূচক সামান্য বাড়লেও লেনদেন চার’শ কোটি টাকা ছাড়িয়েছে।

অপর বাজার চট্টগ্রামে সূচক কমলেও লেনদেন বেড়েছে।

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ৬২ পয়েন্ট বেড়েছে। হাতবদল হয়েছে ৪০৯ কোটি ৬২ লাখ টাকা। রোববার এই বাজারে ৩৬৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ২৩ দশমিক ৩১ পয়েন্ট কমেছে। লেনদেন হয়েছে ২২ কোটি ৮৭ লাখ টাকা। রোববার লেনদেন হয়েছিল ১২ কোটি ৫০ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইএক্স বা প্রধান সূচক ৪ দশমিক ৬২ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭২২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১ দশমিক ০২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৪ দশমিক ৭১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ দশমিক ৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৫২ দশমিক ১৫ পয়েন্টে।

ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৪১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১৩৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৫০টির দর।

অন্যদিকে সিএসই’র প্রধান সূচক সিএএসপিআই ২৩  দশমিক ৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩২৫ দশমিক ১৯ পয়েন্টে।

সোমবার সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৬টির, কমেছে ১১১টির। আর অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।