ফের দরপতনের ধারায় পুঁজিবাজার

ফের দরপতনের ধারায় ফিরে এসেছে বাংলাদেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Nov 2019, 11:09 AM
Updated : 13 Nov 2019, 11:09 AM

মূল্যসূচকের পাশপাশি লেনদেনও কমেছে দুই বাজারে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দর।

দীর্ঘদিন পর গত সপ্তাহ একটা ‘স্বস্তির’ সপ্তাহ পার করার পর বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছিল। কিন্তু চলতি সপ্তাহে ফের দরপতনের ধারায় ফিরে এসেছে।

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রোববার সরকারি ছুটি থাকায় সোমবার হয় সপ্তাহের প্রথম লেনদেন। ঔ দিন প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৯ দশমিক ৫৫ পয়েন্ট বাড়লেও লেনদেন ৩০০ কোটি টাকার নিচে নেমে আসে।

মঙ্গলবার এই সূচক ২ দশমিক ২৮ পয়েন্ট  কমে। আর বুধবার পড়েছে ৪২ পয়েন্ট। শতাংশ হিসাবে যা ১ শতাংশের মতো।

বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইএক্স বা প্রধান সূচক ৪২ দশমিক ০২ পয়েন্ট কমে ৪ হাজার ৭৩৭ দশমিক ১৭ পয়েন্টে নেমে এসেছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮৭ দশমিক ৮৬ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৭ দশমিক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৪৭ দশমিক ০৫ পয়েন্টে।

বুধবার ঢাকায় ৩৮৯ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সোমবার এই বাজারে ৩৯২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

বুধবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৭টির, কমেছে ২৩৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৮টির দর।

অপরদিকে বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১১৫ দশমিক ২৮ পয়েন্ট কমে নেমে এসেছে ১৪ হাজার ৪১৬ দশমিক ৬৮ পয়েন্টে।

১২ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের অংক ছিল ৩০ কোটি ১১ লাখ টাকা।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৩টির, কমেছে ১৭৪টির। আর অপরিবর্তিত রয়েছে ১২টির দর।