লেনদেন বেড়েছে ডিএসইতে

লেনদেন বেড়েছে বাংলাদেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Nov 2019, 11:28 AM
Updated : 12 Nov 2019, 11:28 AM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার এই বাজারে তিনটি সূচকই আগের দিনের অবস্থায় থাকলেও লেনদেন প্রায় একশ কোটি টাকা মতো বেড়েছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়,মঙ্গলবার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ২ দশমিক ২৮ পয়েন্ট  কমে হয়েছে।

তবে অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১ দশমিক ৫৬ পয়েন্ট বেড়েছে।

মঙ্গলবার ঢাকায় ৩৯২ কোটি ৫০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সোমবার এই বাজারে ২৯৬ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

মঙ্গলবার সিএসইতে ৩০ কোটি ১১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার লেনদেনের অংক ছিল ৩৪ কোটি ১৫ লাখ টাকা।

মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৪টির, কমেছে ১৯৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৩২টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ২ দশমিক ২৮ পয়েন্ট কমে ৪ হাজার ৭৭৯ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক দশমিক ০৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৬৪ পয়েন্টে।

সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ১১ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৩১ দশমিক ৯৭ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ১৩৬টির। আর অপরিবর্তিত রয়েছে ২৭টির দর।