প্রতি শেয়ারে ১০ টাকা দেবে ইস্টার্ন লুব্রিকেন্টস

পুঁজিবাজারে তালিকাভুক্ত জ্বালানি খাতের কোম্পানি ইস্টার্ন লুব্রিকেন্টস শেয়ারহোল্ডারদের জন্য ১০ টাকা লভ্যাংশ ঘোষণা করেছে ।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2019, 01:35 PM
Updated : 5 Nov 2019, 01:35 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

৩০ জুন ২০১৯ অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।

অর্থাৎ এই কোম্পানির শেয়ার যারা আগে কিনেছেন অথবা এখন যারা কিনবেন তারা যদি রেকর্ড ডেটের আগে বিক্রি না করেন তবে প্রতি শেয়ারের বিপরীতে ১০ টাকা করে পাবেন।

রেকর্ড ডেট হচ্ছে ১৭ ডিসেম্বর। আর এজিএম অনুষ্ঠিত হবে আগামী বছরের ২০ ফেব্রুয়ারি।

মঙ্গলবার ঢাকার পুঁজিবাজারে ইস্টার্ন লুব্রিকেন্টসের সমাপনী মূল্য ছিল ১ হাজার ১৫৬ টাকা ৭০ পয়সা।

শেয়ারটি ১ হাজার ১৪২ টাকা থেকে ১ হজার ২৫০ টাকার মধ্যে লেনদেন হয়েছে।

৫২ সপ্তাহে শেয়ারটি ৯৫১ টাকা থেকে ১ হজার ৭৭০ টাকায় লেনদেন হয়েছে।

এই কোম্পানির ৯ লাখ ৯৪ হাজার টি শেয়ার পুঁজিবাজারে রয়েছে।

সর্বশেষ তথ্য দেখা যায়, কোম্পানিটির ৫১ শতাংশ শেয়ার আছে সরাকারের হাতে। ২২ দশমিক ৮৮ শতাংশ আছে প্রতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে। আর সাধারন বিনিয়োগকারীদের হাতে আছে ২৬ দশমিক ১২ শতাংশ শেয়ার।

গত বছরের সমান লভ্যাংশ দিলেও এ বছর তাদের শেয়ার প্রতি মুনাফা হয়েছে ২৩ টাকা ৪৫ পয়সা। যা আগের বারের তুলনায় কম। গত বার শেয়ার প্রতি মুনাফা ছিল ৩৬ টাকা ২৩ পয়সা।