লেনদেন-সূচক বেড়েছে পুঁজিবাজারে

মূল্যসূচকের পাশপাশি লেনদেন বেড়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Nov 2019, 01:20 PM
Updated : 5 Nov 2019, 01:20 PM

সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৫ পয়েন্টের বেশি।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়ে ৫৫ পয়েন্ট।

মঙ্গলবার ঢাকায় ৩০৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। সোমবার এই বাজারে ২৬৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

মঙ্গলবার সিএসইতে ১২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।সোমবার লেনদেনের অংক ছিল ১১ কোটি ১১ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ১০১টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৭টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ২৫ দশমিক ৩৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭০৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৬ দশমিক ৮৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৮১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ দশমিক ৫৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৩৭ পয়েন্টে।

অন্যদিকে সিএসই প্রধান সূচক সিএএসপিআই ৫৫ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২৮০ দশমিক ৬২ পয়েন্টে।

১২ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সেমবার লেনদেনের অংক ছিল ১১ কোটি ১১  লাখ টাকা।

লেনদেনে অংশ নিয়েছে ২৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩৮টির, কমেছে ৮৬ টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৬ টির দর।