পুঁজিবাজারে দরপতন, ডিএসইতে লেনদেন ফের ৩০০ কোটির নিচে

দরপতন হয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Nov 2019, 10:59 AM
Updated : 4 Nov 2019, 10:59 AM

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার মূল্যসূচকের পাশপাশি লেনদেনও কমেছে দুই বাজারে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৩৪ পয়েন্ট।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৭৫ পয়েন্টের বেশি।

সোমবার ঢাকায় ২৬৯ কোটি ৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। রোববার এই বাজারে ৩২৫ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সিএসইতে ১১ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার লেনদেনের অংক ছিল ১৫ কোটি ২৩ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ২৪২ টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ৩৩ দশমিক ৭২ পয়েন্ট কমে ৪ হাজার ৬৭৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ৬২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৭৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১১ দশমিক ৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬২৬ পয়েন্টে।

অন্যদিকে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৭৫ দশমিক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ২২৫ দশমিক ৪৫ পয়েন্টে।

লেনদেনে অংশ নিয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৩টির, কমেছে ১৬ টির। আর অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।