সূচক বেড়েছে পুঁজিবাজারে

টানা দরপতনের পর ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2019, 12:06 PM
Updated : 30 Oct 2019, 12:06 PM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার দুই বাজারেই মূল্যসূচক খানিকটা বেড়েছে। ঢাকায় লেনদেন কিছুটা কমলেও চট্টগ্রামে বেড়েছে।

ঢাকায় প্রধান সূচক ডিএসইএক্স ১২ দশমিক ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪ হাজার ৬৮৩ দশমিক ২০ পয়েন্টে।

চট্টগ্রামে প্রধান সূচক সিএএসপিআই ৮৭ দশমিক ৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ২৭২ দশমিক ২২ পয়েন্টে।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩৪২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৩৫৮ কোটি ১৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২০৪টির, কমেছে ১০৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৩টি কোম্পানির শেয়ার দর।

ডিএসই’র অপর দুই সূচক ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ দশমিক ৬৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৭২ পয়েন্টে। তবে ডিএস৩০ সূচক ৪ দশমিক ০২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৩১ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই লেনদেন আগের দিনের তুলনায় ৩৯ কোটি ৯০ লাখ টাকা বেশি।

মঙ্গলবার সিএসইতে লেনদেনের অংক ছিল ১৪ কোটি ৮৪ লাখ টাকা।

লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ৫৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।