ডিএসইতে সূচক বাড়লেও লেনদেন কমেছে

চাঙ্গাভাবে সপ্তাহ শেষ করেছে বাংলাদেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 24 Oct 2019, 12:02 PM
Updated : 24 Oct 2019, 12:02 PM

সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবার দুই বাজারেই মূল্যসূচকের পাশপাশি লেনদেন বেড়েছে। বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ৪৫ পয়েন্টের বেশি। শতাংশ হিসাবে যা প্রায় ১ শতাংশ।

অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ১৪৭ পয়েন্ট।

বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে৩২২ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার লেনদেনের পরিমাণ ছিল ২৭১ কোটি টাকা।

লেনদেনে অংশ নিয়েছে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ২২৩টির, কমেছে ৮৫টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৬টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ৪৫ দশমিক ৩৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৭২ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১১ দশমিক ৫৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৬ দশমিক ৩৮ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৫ দশমিক ৭৫ পয়েন্ট বেড়ে  অবস্থান করছে ১ হাজার ৬৭৫ দশমিক ০৯ পয়েন্টে।

অন্যদিকে সিএসইতে প্রধান সূচক সিএএসপিআই ১৪৬ দশমিক ৭৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৩০ দশমিক ৯১ পয়েন্টে।

২০ কোটি ২৬ লঅখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। বুধবার লেনদেনের অংক ছিল ১৮ কোটি ২৯ লাখ টাকা।

লেনদেনে অংশ নিয়েছে ২৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৬৪টির, কমেছে ৫৩টির। আর অপরিবর্তিত রয়েছে ৫৩টির দর।