দরপতন পুঁজিবাজারে

দরপতন হয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Oct 2019, 11:40 AM
Updated : 21 Oct 2019, 11:40 AM

ঢাকার বাজারে লেনদেন বাড়লেও চট্টগ্রামে কমেছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ঢাকায় প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ২১ পয়েন্টের বেশি। চট্টগ্রামে সার্বিক সূচক সিএএসফিাই পড়েছে ৬০ পয়েন্ট।

সোমবার ঢাকায় ৩৫০ কোটি ৪৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। রোববার লেনদেনের পরিমাণ ছিল ৩১২ কোটি ৬৩ লাখ টাকা।

অন্যদিকে সিএসইতে ২০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার লেনদেনের অংক ছিল ৫১ কোটি ৬০ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬২টির, কমেছে ২৫২ টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক দশমিক ২১ দশমিক ২৭ পয়েন্ট কমে ৪ হাজার ৭৬০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ১২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯১ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১০ দশমিক ৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৭৫ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৫৯ দশমিক ৯৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৪৮২ দশমিক ৬৫ পয়েন্টে।

সোমবার সিএসইতে ২০ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার লেনদেনের অংক ছিল ৫১ কোটি ৬০ লাখ টাকা।

লেনদেনে অংশ নিয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৩টির, কমেছে ১৬৩টির। আর অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।