সূচক বেড়ে সপ্তাহ শুরু

মূল্যসূচক কিছুটা বেড়ে সপ্তাহ শুরু করল বাংলাদেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 20 Oct 2019, 10:58 AM
Updated : 20 Oct 2019, 10:58 AM

সপ্তাহের প্রথম দিন রোববার ঢাকায় প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১ পয়েন্ট। চট্টগ্রামে সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৩৫ পয়েন্টের মতো।

গত সপ্তাহে একদিনে ১১০ পয়েন্ট বাড়ার পরও ঢাকায় প্রধান সূচক ডিএসইএক্স ৪০ পয়েন্ট হারিয়েছিল। পাঁচ দিনের চার দিনই সূচক পড়েছিল দুই বাজারে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, রোববার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১২৯টির, কমেছে ১৮০টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৩টির দর।

ডিএসইএক্স ১১ দশমিক ০৯ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৭৮২ দশমিক গ৯ পয়েন্ট অবস্থান করছে। অপর দুই সূচক ডিএসইএস বা শরীয়াহ সূচক ৫ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৯৯ দশমিক ২০ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএস৩০ সূচক ৬ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৮৫ দশমিক ৯৫ পয়েন্টে।

রোববার ডিএসইতে ৩১২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। গত সপ্তাহের শেষ দিন লেনদেনের অংক ছিল ৩১৩ ১৪ লাখ টাকা।

অন্যদিকে সিএসইর প্রধান সূচক সিএএসপিআই ৩৪ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৫৪২ দশমিক ৫৯ পয়েন্টে।

লেনদেনে অংশ নিয়েছে ২৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১১৫টির। আর অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।

হাদবদল হয়েছে ৫১ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। বৃহস্পতিবার লেনদেনের পরিমাণ ছিল ১৮ কোটি ৫৫ লাখ টাকা।