একদিন বেড়েই ফের পতন পুঁজিবাজারে

একদিন বেড়েই ফের দরপতনের ধারায় ফিরেছে বাংলাদেশের পুঁজিবাজার।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 16 Oct 2019, 11:35 AM
Updated : 16 Oct 2019, 11:35 AM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার ঢাকায় প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪০ পয়েন্ট। চট্টগ্রামে সার্বিক সূচক সিএএসপিআই পড়েছে ৯২ পয়েন্ট।

টানা দরপতনের ধারায় থাকা বাজারে হঠাৎ করেই মঙ্গলবার উল্লম্ফন দেখা যায়। ঔদিন ডিএসইএক্স বেড়েছিল ১১০ পয়েন্ট। সিএএসপিআই উঠেছিল ২৩০ পয়েন্ট।

বাজারের এই আকস্মিক উত্থান-পতনের কারণ বিশ্লেষণ করতে গিয়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য ব্রোকারেজ হাউসের মালিকদের সংগঠন ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সাবেক সভাপতি আহমেদ রশিদ লালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মঙ্গলবার পুঁজিবাজারে কিছু টাকা বিনিয়োগ হয়েছিল। আইসিবি সোনালী ব্যাংক থেকে ২০০ কোটি টাকার মত পেয়েছে বিনিয়োগ করার জন্য। এছাড়া একটি ব্যাংক বাংলাদেশ ব্যাংক থেকে রেপোর মাধ্যমে টাকা পেয়েছে। তারাও পুঁজিবাজারে বিনিয়োগ করবে। এ দুই কারণেই কিছুটা আশার সঞ্চার হয়ে বাজার বেড়েছিল।”

 

‘তবে বাজার ঘুরে দাঁড়াবে’ এমনটা আভাস দিয়ে লালী বলেন, “টানা পতনে পুঁজিবাজার তলানিতে এসে ঠেকেছে। এখন একটা ন্যাচার‌্যাল সাপোর্ট আসার কথা…! সেটা কবে আসবে সেটাই এখন বড় কথা।”

বাজার পরিস্থিতি

বাজার বিশ্লেষণে দেখা যায়, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৬৫টির, কমেছে ২৫৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৩০টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক দশমিক ৪০ দশমিক ০১ পয়েন্ট কমে ৪ হাজার ৭৮১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ দশমিক ৯২ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৯ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১৮ দশমিক ৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৮৫ পয়েন্টে।

বুধবার ঢাকায় ৩২৪ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। মঙ্গলবার এই বাজারে ৩২৮ কোটি ৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ৯১ দশমিক ৮৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৫৫৫ দশমিক ১৫ পয়েন্টে।

বুধবার সিএসইতে ১৫ কোটি ৫০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার সিএসইতে লেনদেনের অংক ছিল ১৩ কোটি ৪৯ লাখ টাকা।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৫৯টির, কমেছে ১৫৯টির। আর অপরিবর্তিত রয়েছে ২৯টির দর।