সূচক কমেছে পুঁজিবাজারে

মূল্যসূচক কমেছে বাংলাদেশের পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Oct 2019, 11:10 AM
Updated : 2 Oct 2019, 11:16 AM

সপ্তাহের চতুর্থ দিন বুধবার ঢাকায় প্রধান সূচক ডিএসইএক্স ১৩ দশমিক ৬২ পয়েন্ট কমেছে। চট্টগ্রামে প্রধান সূচক সিএসপিআই কমেছে ৭ দশমিক ৬৪ পয়েন্ট।

ঢাকায় লেনদেন কিছুটা বাড়লেও চট্টগ্রামে কমেছে।

বুধবার ঢাকায় ৩৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। মঙ্গলবার লেনদেনের পরিমাণ ছিল ৩০৪ কোটি ২৯ লাখ টাকা।

চট্টগ্রামে হাতবদল হয়েছে ১১ কোটি ৮৯ লাখ টাকার শেয়ার।মঙ্গলবার লেনদেনের অংক ছিল ২৯ কোটি ৪৯ লাখ টাকা।

বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নিয়েছে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ২০৯টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৭টির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ১৩দশমিক ৬২ পয়েন্ট কমে ৪ হাজার ৯৩৬ দশমিক ৩৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৩ দশমিক ৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৩৬ দশমিক ৩১ পয়েন্টে। তবে ডিএস৩০ সূচক ১ দশমিক ২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৫৮ দশমিক ৫০ পয়েন্টে।

অন্যদিকে চট্টগ্র্ম স্টক এক্সচেঞ্জে (সিএসই)  সিএএসপিআই সূচক ৭ দশমিক ৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৪০ দশমিক ৫৭ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮০টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।