সূচক কমলেও লেনদেন বেড়েছে

দরপতন হয়েছে বাংলাদেশের পুঁজিবাজারে। তবে লেনদেন বেশ খানিকটা বেড়েছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Sept 2019, 12:37 PM
Updated : 30 Sept 2019, 12:37 PM

ব্যাংক এশিয়াসহ কয়েকটি কোম্পানির শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হওয়ার কারণে লেনদেন বেড়েছে বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

সপ্তাহের দ্বিতীয় দিন সোমবার ঢাকায় প্রধান সূচক ডিএসইএক্স ২৮ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রামে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৬২ পয়েন্টের বেশি।

তবে দুই বাজারেই লেনদেন বেড়েছে। সোমবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫৯৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। রোববার লেনদেনের পরিমাণ ছিল ৩৮৪ কোটি ১২ লাখ টাকা।

সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৭৪ কোটি ১৭ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। রোববার লেনদেনের অংক ছিল ২০ কোটি ২১ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের সদস্য ব্রোকারেজ হাউসের মালিকদের সংগঠন ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সাবেক সভাপতি পুঁজিবাজার বিশ্লেষক আহমেদ রশিদ লালী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার ডিএসইর  ব্লক মার্কেটে ১০টি প্রতিষ্ঠানের ১৪৬ কোটি টাকার শেয়ার/ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে ব্যাংক এশিয়ারই ১২৪ কোটি টাকার ৫ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এ কারণেই ডিএসইতে লেনদেন ৬০০ কোটি টাকার ঘরে পৌঁছেছে বলে জানান তিনি।

সোমবার ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯২টির, কমেছে ২২১টির। আর অপরিবর্তিত রয়েছে ৪১টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৮ দশমিক ০৯ পয়েন্ট কমে  ৪ হাজার ৯৪৭ দশমিক ৬৩ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ১০ দশমিক ৮৩ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৩৮ দশমিক ৭০ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৮ দশমিক ০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৫৯ দশমিক ৯৬ পয়েন্টে।

সিএসইর প্রধান সূচক সিএসপিআই ৬২ দশমিক ৬০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৪৬ দশমিক ৭৩ পয়েন্টে।

লেনদেন হয়েছে ২৭৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৫টির, কমেছে ১৫৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির দর।