সূচক বাড়লেও লেনদেন কমেছে ডিএসইতে

বাংলাদেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্যসূচক কিছুটা বাড়লেও লেনদেন বেশ কমেছে।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Sept 2019, 10:04 AM
Updated : 15 Sept 2019, 10:04 AM

সপ্তোহের প্রথম দিন রোববার ডিএসইতে ৩১৭ কোটি টাকা লেনদেন হয়েছে। যা গত সপ্তাহের শেষ দিন বৃহস্পতিবারের চেয়ে প্রায় ১০০ কোটি টাকা কম।

বৃহস্পতিবার এই বাজারে ৪০৫ কোটি ১০ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মূল্যসূচক কমলেও লেনদেন বেড়েছে।

রোববার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮ দশমক ৩৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৯৪২ দশমিক ২৩ পয়েন্টে অবস্থান করছে। অপর দুই সূচক ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ দশমিক ৫৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ১৫৪ দশমিক ২৪ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৩৮ দশমিক ৯৩ পয়েন্টে।

রোববার ঢাকায় লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১৮৪টির, কমেছে ১১৮টির। আর অপরিবর্তিত রয়েছে ৫০টির দর।

অন্যদিকে সিএসইতে সার্বিক সূচক সিএএসপিআই কমেছে ৮ দশমিক ৪৬ পয়েন্ট কমে ১৪ হাজার ৯৭৩ দশমিক ৬৬ পয়েন্টে অবস্থান করছে।

বৃহস্পতিবার সিএসইতে ৩২ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। বৃহস্পতিবার লেনদেনের অংক ছিল ৮ কোটি ২৫ লাখ টাকা।

লেনদেনে অংশ নিয়েছে ২৫৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এরমধ্যে দর বেড়েছে ১২২টির, কমেছে ৯৪টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৯টির দর।