বিএসইসির সঙ্গে কোন দ্বন্দ্ব নেই: ডিএসই

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসির সঙ্গে কোনো দ্বন্দ্ব নেই বলে জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Sept 2019, 03:37 PM
Updated : 12 Sept 2019, 03:55 PM

বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডিএসই বলেছে, সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, বেশ কিছু পত্র-পত্রিকায় এবং অনলাইন নিউজ পোর্টালে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সাথে বাজার সংশ্লিষ্টদের দ্বন্দ্ব সংক্রান্ত বিভিন্ন সংবাদ পরিবেশিত হচ্ছে৷ যা ডিএসই কর্তৃপক্ষের দৃষ্টিগোচরে এসেছে৷

এসব প্রতিবেদনে যে সব তথ্য উপস্থাপন করা হয়, তা প্রকৃত অর্থে সঠিক নয়৷ বর্তমান কমিশন দায়িত্বগ্রহণের পর থেকে দীর্ঘমেয়াদে একটি গতিশীল পুঁজিবাজার গড়ে তুলতে ব্যাপক সংস্কারমূলক কাজসহ প্রয়োজনীয় আইন-কানুন প্রণয়ন করেছে এবং করে যাচ্ছে৷

একইসঙ্গে ঢাকা স্টক এক্সচেঞ্জও সব ধরনের প্রযুক্তিগত উন্নয়নসহ অবকাঠামোগত উন্নয়নের ধারা অব্যাহত রেখেছে৷

একটি ব্রোকারেস হাউজে বিনিয়োগকারীরা (ফাইল ছবি)

“বিএসইসি ও ডিএসইর সম্মিলিত কর্মপ্রচেষ্টায় সকল কর্মকান্ড সংগঠিত হচ্ছে৷ সুতরাং এখানে দ্বন্দ্ব হওয়ার কোন অবকাশ নেই।এ ধরনের সংবাদ বিনিয়োগকারীদের তথা পুঁজিবাজার সংশ্লিষ্টদের কাছে একটি ভুল বার্তা যাচ্ছে৷ যা মোটেই কাম্য নয়।”

পুঁজিবাজারে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বল হয়, গণমাধ্যম পুঁজিবাজারের উন্নয়ন ও বিকাশে প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে৷ গণমাধ্যমই পারে সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে বিনিয়োগকারীদের সচেতন করতে৷

“কিন্তু ইদানিংকালে ‘বিএসইসির সংগে ডিএসইর বা বাজার সংশ্লিষ্টদের দ্বন্দ্ব’ এধরনের সংবাদ পরিবেশিত হচ্ছে৷ এ ধরনের নেতিবাচক প্রচারে পুঁজিবাজার সম্পর্কে দেশ-বিদেশে এক ধরনের বিরূপ প্রভাব পড়ে।উদীয়মান পুঁজিবাজারের ভাবমুর্তি ক্ষুন্ন হোক তা আমাদের কারোরই কাম্য নয়।”

পুঁজিবাজার ও দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে এধরনের সংবাদ পরিবেশন করে বিনিয়োগকারীদের বিভ্রান্ত না করতে অনুরোধ জানিয়েছে ডিএসই।