ছয়দিন পর বেড়েছে সূচক

টানা ছয় কার্যদিবস পর দেশের দুই পুঁজিবাজারে সূচক বাড়ার মধ্যে দিয়ে শেষ হয়েছে সপ্তাহের লেনদেন।

নিজস্ব প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 5 Sept 2019, 12:28 PM
Updated : 5 Sept 2019, 12:28 PM

বৃহস্পতিবার প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৬ দশমিক ৬৪ পয়েন্ট, সূচক অবস্থান করছে পাঁচ হাজার ১৩ দশমিক ০১ পয়েন্টে ।

অপর বাজার চট্টগ্রাম স্টক একচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই বেড়েছে ৫০ দশমিক ৪৫ পয়েন্ট।

এর আগে গত ২৭ অগাস্ট ঢাকার পুঁজিবাজারে সূচক ছিল ৫ হাজার ১৭৮ পয়েন্ট। এরপর ছয়দিনে প্রায় ২০০ পয়েন্ট কমে বুধবার তা নেমে আসে চার হাজার ৯৮৬ দশমিক ৩৭ পয়েন্টে।

এদিকে বৃহস্পতিবার ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে সিএসইতে।

বৃহস্পতিবার ঢাকায় ৪২৭ কোটি ৬৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে। বুধবার এই বাজারে ৩৭৫ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন সিএসইতে ১৫ কোটি ৪০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। বুধবার এ বাজারে লেনদেনের অংক ছিল ১৬ কোটি ১৭ লাখ টাকা।

বাজার বিশ্লেষণে দেখা যায়, ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩৫২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯২টির, কমেছে ৯৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৬৩টির দর।

ডিএসইএক্স বা প্রধান সূচক ২৬ দশমিক ৬৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৩ দশমিক ০১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ দশমিক ২৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ১৬৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ দশমিক ৮৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৭৫৮ পয়েন্টে।

সিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ২৬৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৩০টির, কমেছে ৯৭টির। আর অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।